টাঙ্গাইলে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ট্রাকের চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পুটিয়াজানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাসেন (৬০)। তিনি সদর উপজেলার ধরের বাড়ী গ্রামের বাসিন্দা।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, নিহত হাসেন দিনমজুরের কাজ করতেন। ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।

আজকের বাজার/একেএ