টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী সোফিয়া বেগম (৬০) ও সবুর আলীর ছেলে আহাদ আলী (৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকায় আনছার আলীর বাড়িতে বেড়াতে আসেন। সকালে তারা রেললাইন ধরে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তারা ট্রেনে কাটা পড়েন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ঘটনার পর স্বজনরা নিহতদের মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

এসএম/