টাঙ্গাইলে ডাকাতি মামলায় সাতজনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

জেলায় আজ ডাকাতির মামলায় একজনকে দশবছর এবং ছয়জনকে আটবছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন।

দ-প্রাপ্তরা হলো- বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের মফিদুল ইসলাম, সম্রাট, রূপন মিয়া, রবিন মিয়া, সুজন মিয়া এবং রাজন মিয়া। দন্ডিতদের মধ্যে মফিদুলকে ১০ বছরের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি সবাইকে ৮ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষনাকালে মফিদুল ও রূপন আদালতে উপস্থিত ছিল। বাকিরা এখনও পলাতক রয়েছে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম খান জানান, ২০১৭ সালের ২৩ আগস্ট দিবাগত রাতে বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামে আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল আজাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল গ্রিল কেটে ঘরে ঢুকে আবুল আজাদ ও তার স্ত্রী শামীমা আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ডাকাতরা ১৪ ভরি সোনার গহনাসহ সাত লক্ষাধিক টাকার মালপত্র লুট করে। ঘটনার পরদিন আবুল আজাদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বাসাইল থানায় ডাকাতির মামলা দায়ের করেন।

তিনি জানান, এ ঘটনায় তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিভিন্ন তথ্য-উপাত্ত ও জবানবন্দি পর্যালোচনা ও শুনানী শেষে আজ মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান