টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ড্রামট্রাক, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ সোমবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার গোড়াই-শফিপুর আঞ্চলিক সড়কে হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আজগানা ইউনিয়নের কোড়াতলী গ্রামের সোনাম উদ্দিন (৫০) ও তার নাতি একই গ্রামের মাশরাফুল (১০), গাঘরাই গ্রামের খলিলুর রহমানের ছেলে হৃদয় হোসেন (২০), একই এলাকার হাফিজউদ্দিন (৫৫) এবং তার মেয়ে রেনু (৩০)।
বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান জানান, সকাল ১০টার দিকে অটোরিকশাটি গোড়াই থেকে শফিপুরে যাচ্ছিল। গোড়াই-শফিপুর আঞ্চলিক সড়কে হোসেন মার্কেট এলাকায় বিপরীতমুখী ড্রামট্রাক ও প্রাইভেটকারের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে তিনজন। তাদের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই তিনজনকেও মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
আজকের বাজার/এ.এ