টাঙ্গাইলে দুই জেএমবি সহোদরের চার দিনের রিমান্ড

টাঙ্গাইলের এলেঙ্গায় অভিযানে র‌্যাবের হাতে আটক জেএমবির সদস্য দুই সহোদর মাসুম ও খোকনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

৬ সেপ্টেম্বর বুধবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুপম কান্তি দাস রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ওই দুজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

এদিকে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার কালিহাতী থানায় ওই দুই সহোদরের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে র‌্যাব। মামলায় তাদের রিমান্ড চাওয়া হয়।

কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, কালিহাতী থানার পুলিশ জেএমবির দুই সদস্য মাসুম ও খোকনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিষয়ে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস জানান, মঙ্গলবার কালিহাতী থানায় সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

গত সোমবার দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাসুম ও খোকনকে আটক করে র‌্যাব। সেখান থেকে একটি ড্রোন ও বেশ কয়েকটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মাসুম ও খোকন মসিন্দা গ্রামের মরহুম আবুল হোসেন চিশতির ছেলে।

আজকের বাজার:এলকে/এলকে/ ৬ সেপ্টেম্বর ২০১৭