টাঙ্গাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বুধবার (৬ জুন) উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, দুটি ট্রাকের মধ্যে একটি ছিল পাথরবোঝাই আর অপরটি খালি। দুর্ঘটনায় উভয় ট্রাকের চালক নিহত হয়েছেন। তাঁদের লাশ থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্ত হলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
আরজেড/