টাঙ্গাইলে দেড় হাজার কেজি রাবারসহ আটক ১

টাঙ্গাইলে অভিযান চালিয়ে এক হাজার ৬১০ কেজি অপরিশোধিত (কাঁচা) চোরাই রাবারসহ মো. বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. বিল্লাল হোসেন ব্রাহ্মণবাড়ী গ্রামের ছাবেদ আলী শেখের ছেলে।

র‌্যাব-১২ জানায় এর টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান জানান, তার নেতৃত্বে এক দল র‌্যাব ব্রাহ্মণবাড়ী গ্রামে অভিযান চালায়। অভিযানকালে মো. বিল্লাল হোসেনের বাড়ির ভেতরের উঠানে মজুত করে রাখা সরকারি বাগানের অপরিশোধিত (কাঁচা) এক হাজার ৬১০ কেজি চুরিকৃত রাবার উদ্ধার করা হয়। এ অপরাধে মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত ওই রাবারের মূল্য প্রায় তিন লাখ ২২ হাজার টাকা।

তিনি আরো জানান, মো. বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে সরকারি বাগান থেকে অপরিশোধিত রাবার চুরি করে বিক্রি করছেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মধুপুর থানায় মামলা হয়েছে। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান