টাঙ্গাইলের সখীপুরে একটি মাহেন্দ্র পিকআপের চাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক কিশোরী স্কুলছাত্রী নিহত হয়েছে।
শুক্রবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বড়চওনা বেলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই এলাকার আজাহারুল হকের মেয়ে ও বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।স্থানীয়রা ঘাতক পিআপটি ভাঙচুর করে চালক লাভলু মিয়াকে (১২) আটক করে পুলিশে দিয়েছে।
এদিকে এ ঘটনার পরই বিচার দাবিতে স্থানীয়রা সাগরদিঘী-সখীপুর-ঢাকা সড়কে গাছ ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে সাদিয়া বড়চওনা উচ্চ বিদ্যালয় থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বেলতলী বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র পিকআপ তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সাদিয়ার মাথার মগজ বেরিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়, ইউএনও মৌসুমী সরকার রাখী, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, ওসি এসএম তুহীন আলী, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও পরিবহন নেতা আবদুল হালিম সরকার লাল ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আজকের বাজার/এমএইচ