টাঙ্গাইলের ভূঞাপুরে পিকআপের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।
বুধবার (১৩ জুন) ভোরে ভূঞাপুর-তারাকান্দি সড়কে উপজেলার তারাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম লাল মিয়া (৫০)। লাল মিয়া একই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভূঞাপুর-তারাকান্দি সড়কের অজুর্না ইউনিয়নের তারাই এলাকায় ভোরে লাল মিয়া বাজারে যাওয়ার জন্য সড়কে প্রবেশ করে। এসময় পেছন থেকে আসা একটি পিকআপ গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আজকের বাজার/একেএ