টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত,শুরু হয়েছে ভাঙন

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনা নদীর পানি নলিন অংশে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে নদীভাঙন শুরু হয়েছে। এতে করে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৩টি ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে বসত ভিটা ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে ভাঙন কবলিতরা। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সাহায্য-সহযোগিতা পায়নি তাদের কেউ দেখতেও আসেনি।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা, গবিন্দাসী ও অর্জুনা ইউনিয়নে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই চরকুঠি বয়রা, চুকাই নগর, গুলিপেচা, তারাই বলরামপুরসহ প্রায় ১০টি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি ও শত শত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

প্রতিদিনই একের পর এক নতুন পরিবার গৃহহীন হয়ে পরছে। বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। এসব ভাঙনকবলিত মানুষ ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে অর্থ কষ্টে মানবেতর জীবনযাপন করছে।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১৫ জুলাই ২০১৭