টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

জেলার কালিহাতীতে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ভূঞাপুর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুইজনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ভূঞাপুর লিংক রোডে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল ও মাসুদুরের মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। (বাসস)