টাঙ্গাইলের ঘাটাইলে বাসের ছাদ থেকে পড়ে ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার (১১ জুন) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ব্রাক্ষ্মনশশ্মান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আজমল হোসেন (৩২)। আজমল দিনাজপুর জেলার খানসামা উপজেলার পূর্ব হাসিমপুর গ্রামের মৃত ইয়াসিল আলীর ছেলে। আহত দুই জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রাহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ যাচ্ছিলো। পথের মধ্যে বাসটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ব্রাক্ষ্মনশশ্মান এলাকায় পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাসের ছাদে থাকা ৩ যাত্রী পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
আজকের বাজার/একেএ