টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের সঙ্গে সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আয়ুব হোসেনের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বুগডহ গ্রামে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান সাংবাদিকদের জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে যাত্রবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আয়ুব হোসেন মারা যান।

আজকেরবাজার/আওই/এস