টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

tangail

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৈয়ামধু ঢেউয়াচালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

নিহতের নাম সুজন আহমেদ (১৭)। সুজন ওই এলাকার মুছা মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (৭ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে সুজন বিদ্যুতের মেইন লাইন থেকে একটি বাড়িতে বিদ্যুত সংযোগ দিতে যায়। এ সময় অসাবধানতাবশতঃ তার হাতে বিদ্যুতের মেইন তারের স্পর্শ লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত কলেজছাত্রের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে তার মৃত্যু হয়।

স্থানীয় দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাজার/একেএ