টাঙ্গাইলের মধুপুরের উলূমে দ্বীনিয়াহ্ মাদ্রাসার শিক্ষক ফজলুর রহমানের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন ১২ বছরের এক শিক্ষার্থী।
গত সোমবার শিক্ষক ফজলুর রহমান শিক্ষার্থী রিফাতকে ‘ফ’ উচ্চারণ করতে বলেন। সঠিকভাবে উচ্চারণ করতে না পারায় রিফাতকে বেত দিয়ে অমানুষিক নির্যাতন চালায় শিক্ষক ফজলুর রহমান।গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে সালিশ, বৈঠক হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
এ ঘটনায় মাদ্রাসার অন্য শিক্ষক ও রিফাতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন। শিশু রিফাত আশঙ্কামুক্ত হলেও, পুরোপুরি সুস্থ হতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানান চিকিৎসক।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি পুলিশের।
আজকের বাজার/আরজেড