টাঙ্গাইলে মেশিনে গামছা পেচিয়ে শ্রমিকের মৃত্যু

tangail

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নে একটি চানাচুর ফ্যাক্টরিতে কাজ করার সময় মেশিনে গামছা পেচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ জুন) সকালে ইউনিয়নের তেলিপাড়া এলাকায় নুর চানাচুর ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নুরুল ইসলাম (৩৩)। নুরুল টাঙ্গাইল সদরের মিরপুর এলাকার মোছা মুন্সির ছেলে।

জানা যায়, নুরুল ইসলাম ফ্যাক্টরিতে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবসত তার গলায় থাকা গামছা হঠাৎ মেশিনে পেচিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাঁশতৈল ফাঁড়ি পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বাঁশতৈল ফাঁড়ির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. এনামুল হক চৌধুরী জানান, তেলিপাড়া এলাকায় নুরুল ইসলামের নুর চানাচুর ফ্যাক্টরিতে কাজ করার সময় মেশিনে গলার গামছা পেচিয়ে শ্রমিক নুরুল ইসলামের মৃত্যু হয়েছে।

ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আজকের বাজার/একেএ