টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

tangail

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিন (১৫) নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

শনিবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা এলাকায় তারা অবরোধ করে।

অবরোধকারীরা পিকআপ চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। কর্মসূচির আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী যোগ দিয়েছে।

শুক্রবার (৩ আগস্ট)সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিন পিকআপের ধাক্কায় নিহত হয়।

আজকের বাজার/একেএ