টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা নামক স্থানে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ট্রাকটি উত্তরবঙ্গগামী ছিল বলে জানা গেছে। নিহতরা সবাই শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি।
আজকের বাজার / এ. এ