বুধবার দুপুরে উপজেলার মাইদারচালায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ময়না বেগম শহীদ সালাউদ্দীন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকা থেকে পরিত্যক্ত গোলার খোসা বস্তায় করে স্থানীয় জয়েন উদ্দীনের বাড়িতে নেয়।পরে, বস্তা থেকে খোসা ঢালার সময় একটি অবিস্ফোরিত মর্টারের গোলার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ময়না বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঘাটাইল সিএমএইচে ভর্তি করে।
আজকের বাজার/আরজেড