টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত ওই নেতার নাম মো. সাজ্জাত হোসেন (৩২)। সাজ্জাত উপজেলার দপ্তিয়র এলাকার শাহাদৎ হোসেনের ছেলে। তিনি দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার রাতে উপজেলার দপ্তিয়রবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাগরপুর থানার ওসি মাইনউদ্দিন জানান, নাগরপুরে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ সংক্রান্ত খবর মঙ্গলবার একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। এতে প্রশাসনে তোলপাড় শুরু হয়। পরে রাতেই ধর্ষক যুবলীগ নেতা সাজ্জাতকে গ্রেপ্তার করা হয়। আর পরীক্ষার জন্য ওই ছাত্রীকে টাঙ্গাইল মেডিকেলে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে সাজ্জাত হোসেন শনিবার রাতে মোবাইল ফোনে ডেকে নেয়। পরে তাকে পার্শ্ববর্তী তোতা সিকদারের বাঁশবাগানে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।
আজকের বাজার/একেএ