টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পাচইরতা গ্রাম থেকে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে গ্রামের মহিষগাড়া চক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মোহাইমিনুল ইসলাম হামিম (১৬)। নিহত মোহাইমিনুল ইসলাম হামিম টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার মো. শফিকুল ইসলামের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি একাডেমিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
নাগরপুর থানার ওসি মাইন উদ্দিন জানান, পাচইরতা গ্রামের মহিষগাড়া চকের হামিদের জমিতে প্রথমে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তিনি জানান, ঘটনাসস্থল থেকে নিহতের স্কুল ব্যাগ পাওয়া যায়। স্কুল ব্যাগে থাকা বই খাতার সূত্র ধরে তার পরিচয় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে ওসি মাইন উদ্দিন জানান।
মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আজকের বাজার/একেএ