টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের দক্ষিণ ঘাগড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শেফালী বেগম (৪০) এবং নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নের উজালা বেগম (৫০)। এতে আরো এক নারী আহত হয়েছেন বলেও জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘাগড়া এলাকায় ওই তিন নারী রাস্তা পার হচ্ছিলেন। এসময় পাকুটিয়ার দিকে যাওয়া দ্রুতগামী একটি মাল বোঝাই নসিমন ওই তিন নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এই ঘটনায় আহত আরেক নারীকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজকের বাজার/এ.এ