টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন সাগর (১৫) ও শরিফ (১৯)। সাগর টাঙ্গাইল সদর উপজেলার তেতুলিয়া গ্রামের শামছুল হকের ছেলে এবং শরিফ একই এলাকার শুকুর আলীর ছেলে।
শনিবার (৯ জুন) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দাওয়াত খেয়ে একই সাইকেলযোগে বাড়ি ফেরার সময় উক্ত এলাকায় ঢাকাগামী একটি বাস শরিফ-সাগরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে স্থানীয় বিক্ষুব্ধরা রাত নয়টা থেকে ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করেন এবং লাশ নিতে পুলিশকে বাধা দেন।
এক পর্যায়ে রাত ১০টার দিকে স্থানীয়রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আজিজুর রহিম তালুকদার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।
আজকের বাজার/একেএ