টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
শনিবার রাত ১২টার দিকে ঘাটাইল ও দেলদুয়ার উপজেলায় এ দুটি ঘটনা ঘটে।
নিহত কালাম মিয়া উপজেলার চারিয়াবাইদ গ্রামের আফসার আলীর ছেলে ও সোরহাব হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর গ্রামের সদর উদ্দিন মণ্ডলের ছেলে।
ঘাটাইলের সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফজলুল হক জানান, শনিবার রাতে ঘাটাইল উপজেলার গারো বাজার এলাকায় মালবাহী ট্রাক একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যানের যাত্রী কামাল মিয়া নিহত হন। এ ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, শনিবার গভীর রাতে দেলদুয়ার উপজেলার মহেড়া সাইবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সোরহাব হোসেন নামে নিহত হয়েছেন একজন।
দেলদুয়ার থানার এসআই আব্দুল হান্নান জানান, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে ট্রাক খাদে পড়ে যায়। এতে ট্রাকটির ওপর ঘুমিয়ে থাকা সোহারব হোসেন ঘটনাস্থলেই নিহত হন। সোহারব হোসেন ওই ট্রাকের মালামাল লোড-আনলোডের কাজ করতেন।
আজকের বাজার/এমএইচ