জেলা সদরের রাবনা বাইপাস এলাকায় আজ ট্রাক চাপায় সাইদুল হক(৩৮)নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাবনা পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পুলিশ কনস্টেবল সাইদুল হক ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা গ্রামের আব্দুল কাদেরের পুত্র।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)আহাদুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে পুলিশ বক্স এলাকায় কনস্টেবল সাইদুল হক দায়িত্ব পালন করছিলেন।এ সময় তিনি একটি ট্রাকের চালককে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেন। কিন্তু ট্রাকের চালক সিগন্যাল অমান্য করে তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় সাইদুল হককে দায়িত্বরত অপর দুই পুলিশ সদস্য উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান