টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) গোলাম মোস্তফা আহমেদ। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নির্ভযোগ্য সুত্রে জানা যায়।
আহত তিন জন হলেন, শান্ত, শাজাহান, মনছুর। তারা এমপি গোলাম মোস্তফা আহমেদের সঙ্গে একই গাড়িতে ছিলেন। আহত এই তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি জানান, আহত এমপিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এখন তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।
জানা যায়, ব্যক্তিগত গাড়িতে করে তার বাবাসহ চার জন ঢাকা থেকে সুন্দরগঞ্জে ফিরছিলেন। বিকালে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছলে নতুন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এমপির গাড়ি উল্টে যায়।
আজকের বাজার: সালি / ১৮ নভেম্বর ২০১৭