টাঙ্গাইল জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান শাহজাহান আনছারী ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরসহ জেলা আইনশৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় শন্তিপুর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সহায়তা করায় জেলাবাসীকে ধন্যবাদ জানান আইনশৃংখলা কমিটির সভাপতি জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। (বাসস)