বিশ^ রেকর্ডধারী রায়ান ক্রুসার শনিবার প্যারিসে স্বর্ণ জয়ের মাধ্যমে টানা তিন অলিম্পিক ন শট পুটে বিজয়ী হবার কৃতিত্ব অর্জন করেছেন।
এর আগে ২০১৬ রিও গেমস ও ২০২১ টোকিও গেমসে স্বর্ণ জয়ী ক্রুসার আগের দূরত্বগুলোকে ছাড়িয়ে গতকাল স্তাদে ডি ফ্রান্সে মৌসুম সেরা ২২.৯০ মিটার দূরত্বে শট পুট ছুঁড়ে স্বর্ণ জয় করে নিয়েছেন।
ষষ্ঠ ও শেষ চেষ্টায় ২২.১৫ দূরত্ব অতিক্রম করে ক্রুসের যুক্তরাষ্ট্রের সতীর্থ জো কোভাক্স রৌপ্য পদক জয় করেছেন। জ্যামাইকান রাজিন্দ্রা ক্যাম্পবেল জিতেছেন ব্রোঞ্জ পদক।
এর আগে যুক্তরাষ্ট্রের রাল্ফ রোস (১৯০৪, ১৯০৮) এবং প্যারি ও’ব্রায়ান (১৯৫২, ১৯৫৬) এবং পোল্যান্ডের টমাস মাজেস্কি (২০০৮, ২০১২) সালে টানা দুই গেমসে শট পুটে স্বর্ণ জয় করেছিলেন।
৩০টি অলিম্পিকে ২০ বারের মত কোন মার্কিন এ্যাথলেট শুট পুটে স্বর্ণ জয় করলেন।
এবারের মৌসুমে ইনজুরির কারনে প্রায়ই ট্র্যাকের বাইরে থাকা ক্রুসারের জন্য এই জয়টা ছিল সত্যিই স্মরণীয়। মার্চে গ্লাসগোতে ওয়ার্ল্ড ইনডোর গেমসে ক্রুসার স্বর্ণ জয় করেছিলেন। কিন্তু তারপর থেকে কনুইয়ের ইনজুরির কারনে বেশ কিছুদিন অনুশীলনের বাইরে ছিলেন। (বাসস/এএফপি)