কলকাতা নাইট রাইডার্সকে ১০২ রানে হারিয়েছে রোহিত শার্মার দল মুম্বাই।এ জয় দিয়ে পয়েন্ট তালিকার চারে চলে এসেছে মুম্বাই ।
প্রথমে ব্যাট করতে নেমে ঈশান কিষানের ঝোড়ো এক ফিফটিতে ২১০ রানের বড় এক সংগ্রহ পেয়েছিল মুম্বাই। ১৭ বলে ফিফটি করা কিষানের ২১ বলে ৬২ রানের ইনিংসে শেষ ১১ ওভারে ১৪৮ রান তুলেছিল মুম্বাই।
ব্যাটসম্যানদের এমন প্রচেষ্টা বিফলে যেতে দেননি মুম্বাইয়ের বোলাররা। হার্দিক পান্ডিয়া, মিচেল ম্যাকলেনাহান, জসপ্রীত বুমরারা এমনই দাপট দেখিয়েছেন, ইনিংসের ১০ ওভার পেরোনোর আগেই হার মেনে নিতে হয়েছে কলকাতাকে। ৯.২ ওভারে ৬৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল কলকাতা। টম কুরান ও পীযূষ চাওলার দুই অঙ্ক ছোঁয়া দুই ইনিংস কলকাতাকে শুধু এক শ (১০৮) পার করাতে পেরেছে।
আরজেড/