ক্রোয়েশিয়ান দুই ভাই মার্টিন ও ভালেন্ট সিনকোভিচ টানা তৃতীয় অলিম্পিক গেমসের রোয়িং ইভেন্টে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।
মাত্র ০.০৪৫ সেকেন্ডের ব্যবধান কাল তারা ব্রিটিশ জুটি অলিভার ওয়ানে-গ্রিফিথ ও টম জর্জকে পিছনে ফেলেছেন।
২০১২ লন্ডন অলিম্পিকে রৌপ্য পাবার পর মার্টিন ও ভালেন্টকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৬ রিও গেমসের পাঁচ বছর পর টোকিওতে তারা প্রথম হন।
টানা তৃতীয় স্বর্ণ জয়ের পর ৩৬ বছর বয়সী ভালেন্ট বলেছেন, ‘তিনটি স্বর্ণ জয়ের পিছনের গল্প সম্পূর্ণ ভিন্ন। রিওতে প্রথম জিতেছিলাম, সব প্রথমই বিশেষ কিছু। যে কারনে ঐ পদকটি সবসময়ই বিশেষ হয়েই থাকবে। ভিন্ন ডিসিপ্লিনে টোকিওতে স্বর্ণ জয় করি। আর এ বছরের পদকটা আরো কিছুটা ভিন্ন। কারন এবারের পরিস্থিতি অন্যান্য সববারের তুলনায় আরো বেশী কঠিন ছিল। কোনকিছুই আমাদের পক্ষে ছিলনা। আমরা নিজেরাও নিজেদের খুঁজে পাচ্ছিলামনা। কিন্তু শেষ পর্যন্ত সবকিছুই ভালভাবে শেষ হয়েছে। প্রতিযোগিতার মাঝামাঝিতে মনে হয়েছিল আমরা কোন পদকই পাবো না। এরপর নিজেদের ছন্দ ফিরে পাই। আমরা দুই ভাই একসাথে লড়াই করে প্রথম হয়েছি।’
চারটি অলিম্পিক পদক ছাড়াও অভিজ্ঞ এই দুই ভাই মিলে ছয়টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ ও সাতটি ইউরোপীয়ান শিরোপাও জয় করেছেন। (বাসস/এএফপি)