টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি হবে ক্যারিবীয়রা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে গাজী টিভিতে।
গত রবিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে এগিয়ে রয়েছে মাশরাফি বাহিনী।
হোম অব ক্রিকেট মিরপুরে কালকের ম্যাচই শেষ ওয়ানডে হতে পারে টাইগার অধিনায়ক মাশরাফির। কেননা বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর কোনো সিরিজ নেই বাংলাদেশের। বিশ্বকাপের পর অবসর নেয়ার কথা রয়েছে এ ডানহাতি পেসারের।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাঠে এবং নিজেদের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ওয়ানডে সিরিজে জয় লাভ করে টাইগাররা। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ