সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও সারাদিনজুড়েই নিম্নমূখী প্রবনতায় লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। একই চিত্র দেখা গেছে দেশর অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সূচক এবং লেনদেন উভয়ই কমেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়,
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয় ৪৮৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট যা গতদিনের চেয়ে ৮২ কোটি ২১ লাখ টাকা কম। দিনশেষে ডিএসইতে প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৯ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ২৭৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ২০২ টির, বাড়ে ১০০টির, আর অপরিবর্তিত থাকে ৩৯ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতদিনের চেয়ে ৫ কোটি ৮৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে আজ। মোট লেনদেন ছাড়িয়েছে ১৯ কোটি ৭৫ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩২৬ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৪২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৪২ টির, দর বাড়ে মাত্র ৭০ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩০ টির দর।
আজকের বাজার/মিথিলা