ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
আজ দিনের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরু ৮ উইকেটে হারায় রাজস্থান রয়্যালসকে। ৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্যাঙ্গালুরু। সমানসংখ্যক ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট রাজস্থানের।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিংএর সিদ্বান্ত নেয় রাজস্থান। ব্যাট হাতে রাজস্থানকে ভালো শুরু এনে দিতে পারেননি দলের টপ-অর্ডার ব্যাটসম্যানরা। ১০ ওভারে ৭০ রানে ৪ উইকেট হারায় তারা।
তবে পাঁচ নম্বরে নামা মাহিপল লমরোরের ৩৯ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৪৭ রানের সুবাদে লড়াইয়ে ফেরার পথ পায় রাজস্থান। আর শেষদিকে, রাহুল তিওয়াতির ১২ বলে ৩টি ছক্কায় অপরাজিত ২৪ ও ইংল্যান্ডের জোফরা আর্চারের ১০ বলে অপরাজিত ১৬ রানে লড়াই করার পুঁিজ পায় রাজস্থান। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করে রাজস্থান। বল হাতে ব্যাঙ্গালুরুর স্পিনার যুজবেন্দ্রা চাহাল ২৪ রানে ৩ উইকেট নেন।
জবাবে ১৫৫ রানের লক্ষ্যে পৌছাতে মোটেও বেগ পেতে হয়নি ব্যাঙ্গালুরুকে। ৫ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় তারা। তরুন ওপেনার দেবদূত পাডিক্কাল ও অধিনায়ক কোহলির জোড়া হাফ-সেঞ্চুরিতে সহজ জয় পায় ব্যাঙ্গালুরু। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৬৩ রান করেন পাডিক্কাল। কোহলির ব্যাট থেকে আসে ৫৩ বলে অপরাজিত ৭২ রান। তার ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিলো। এছাড়া অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৮ ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স অপরাজিত ১২ রান করেন।
ম্যাচ সেরা হন ব্যাঙ্গালুরুর চাহাল।