চট্টগ্রামের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট এ বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ২৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
হাইওয়ে পুলিশ রাউজান থানার ওসি আব্দুল করিম জানান, টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে রাউজানের বিভিন্ন স্থানে পানিতে রাস্তা তলিয়ে গেছে। এজন্য সকাল থেকে রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
আজকের বাজার/একেএ