চারিদিকে অন্ধকার। মানুষের ঘুম না ভাঙতেই রাজধানীতে শুরু হলো ভারী বৃষ্টি। সোমবার ১১ সেপ্টেম্বর ভোর থেকেই বৃষ্টি শুরু হয়। সকাল সাতটার পর কখনো মুষলধারে আবার কখনো হালকা বৃষ্টি পড়তে থাকে। এতে নগরীর অলিগলি ও অনেক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে দুর্ভোগে পড়তে হয় অফিসগামী মানুষকে।
ভারি বৃষ্টির কারণে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের বেশি বিপাকে পড়তে হয়েছে। একইসঙ্গে রাস্তায় জলাবদ্ধতা ও যানজট দেখা দেওয়ার দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। এর পরও গন্তব্য যেতে হচ্ছে নগরবাসীকে। রাজধানীর বেশ কয়েকটি স্থানে এমন দুর্ভোগের চিত্র দেখা গেছে।
এদিকে ভারী বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাজধানীর অপেক্ষাকৃত নিচু এলাকায় পানি জমে গেছে।
সেই পানিতে ভাসছে নোঙরা-আবর্জনা। সেই সঙ্গে স্যুয়ারেজের পানি উপচে পড়ছে। আবার অনেক রাস্তায় জমেছে কাদাপানি। এ কারণে সকাল থেকে সড়কে যান চলাচল কিছুটা কম দেখা গেছে। এর ফলে বৃষ্টিতে ঘর থেকে বের হয়ে গন্তব্যে যেতে লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
অন্যদিকে সুযোগ বুঝে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অনেকে অভিযোগ করেছেন।
আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজকের বাজার: আরআর/ ১১ আগস্ট ২০১৭