ভোলা জেলার মনপুরা উপজেলার মাস্টারহাট এলাকার ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে ৪ গ্রাম। টানা বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
পানিতে বেশিরভাগ পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। জন-জীবনে বিপর্যয় দেখা দিয়েছে।খবর বাসস।
এদিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলীর চর, চর নিজাম, বদনার চর, চর শামসুদ্দিন, কাজীর চর এলাকা ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
গত শুক্রবার বিকেল থেকে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারে পানি ঢুকে মাস্টারহাট, উত্তর সাকুচিয়া, দাসেরহাট, চরমরিয়ম এলাকা প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকার মানুষের জীবন-জীবিকা অচল হয়ে পড়েছে।
মনপুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাশেদ মোল্লা জানান, ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে অনন্ত ৪ গ্রাম প্লাবিত হয়েছে। দিনে-রাতে দু’বেলা পানিবন্ধী হয়ে মানুষ মানবেতর জীবন যাপন করছে।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম জানান, ভাঙ্গা বেড়িবাঁধের কাজ চলছে।
আজকের বাজার/লুৎফর রহমান