টানা সাত ম্যাচে জিতল লিভারপুল

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মহম্মদ সালাহরা টানা সাত ম্যাচে পুরো পয়েন্ট পেয়ে জয়ের ধারা অব্যাহত রাখলেন। যদিও কাঠখড় পুড়িয়ে এ দিন বাইরের মাঠে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ জয় পেয়েছে লিভারপুল। খেলার ৭০ মিনিটে ভলি মেরে একমাত্র গোলটি করেন জর্জিনো ওয়াইনালডাম। অবশ্য এই গোলটাও লিভারপুল পেত না, যদি না শেফিল্ডের গোলরক্ষক বল ধরার সময় দ্বিধাগ্রস্থ না হয়ে পড়তেন।

লিভারপুল জয় পেয়েছে জর্জিনিয়ো ওয়াইনাল্ডামের ৭০ মিনিটের গোলে। বাম দিক থেকে করা আক্রমণের পর ক্রস করেছিল লিভারপুল, সেটা ক্লিয়ারও করেছিল শেফিল্ড। কিন্তু বল গিয়ে পড়ে ডিবক্সের বাইরে ওয়াইনাল্ডামের কাছে। তিনি ভলি করেছিলেন সরাসরি। তাড়াহুড়ো করা ছাড়া উপায়ও ছিল না। সময় ফুরিয়ে আসছিল, লিভারপুলেরও দরকার ছিল গোল।

কিন্তু সে শটে আদতে না ছিল দিক-নিশানা, না ছিল গতি। শেফিল্ড গোলরক্ষক ডিন হেন্ডরসন করলেন ভুল। সামনে ড্রপ খাওয়া বল বুকে কুঁজো হয়ে বুকে তুলে নিতে চেয়েছিলেন। কিন্তু বল বুকেও লাগেনি, দুই পায়ের ফাঁক গলে বেরিয়ে গেছে, কোনোমতে গোললাইন পার করেছে। ওই গোলে পরে ফল নির্ধারণ হয়েছে ম্যাচের।

এই জয়ে লিভারপুলই ইপিএলে শীর্ষে থাকল। সাত ম্যাচে তাদের পয়েন্ট ২১। দু’নম্বরে ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার পেপ গুয়ার্দিওলার দল ৩-১ হারাল এভার্টনকে। ম্যান সিটির গ্যাব্রিয়েল জেসুস, রিয়াদ মাহরেজ ও রাহিম স্টার্লিং গোল করলেন। তাঁরা টেবলে দু’নম্বরে। পয়েন্ট ৭ ম্যাচে ১৬।

আজকের বাজার/লুৎফর রহমান