টানা ৩ দিন বন্ধ পুঁজিবাজার

আগামী রোববার সরকারি ছুটি থাকায় আগামীকাল ১৫ মার্চ শুক্রবার থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী ১৭ মার্চ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি। তাই এদিন পুঁজিবাজারও বন্ধ থাকবে। আর আগামীকাল ১৫ মার্চ শুক্রবার ও ১৬ মার্চ শনিবার সাপ্তাহিক ছুটি। তাই আগামীকাল থেকে রোববার পর্যন্ত টানা ৩ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে, বন্ধ থাকবে সব দাপ্তরিক কাজও।

উল্লেখ্য, সোমবার থেকে যথারীতি সাভাবিক কার্যক্রমে ফিরবে দেশের দুই পুঁজিবাজার ।

 

আজকের বাজার/মিথিলা