ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক দিন ধরে ঘুরে ফিরে লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। ১৩ সেপ্টেম্বর বুধবারও কোম্পানিটি ৬৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, কোম্পানিটি এক কোটি ৬ লাখ ৪ হাজার ৮৭৩টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ২ হাজার ৩০০ বারে ১ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৮টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪১ কোটি ৪৩ লাখ টাকা।
লেনদেনে তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংক ২ হাজার ৫৪৫ বারে ৩৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৩৫ কোটি ৯৭ লাখ টাকা, প্রাইম ব্যাংক ২৭ কোটি ৩৩ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংক ২৫ কোটি ২২ লাখ টাকা, স্কয়ার ফার্মা ২৫ কোটি ২ লাখ টাকা, গ্রামীণফোন ২৪ কোটি ৫৬ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক ২৩ কোটি ৯৩ লাখ টাকা ও আইএফআইসি ব্যাংক ২১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজকের বাজার : এলকে/এলকে ১৩ সেপ্টেম্বর ২০১৭