বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলে টানা ৯ জয়ের পর কলম্বিয়ার বিপক্ষে জয় বঞ্চিত থাকল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার রাতে অদম্য ‘সেলেসাওরা’ আটকে গেল কলম্বিয়ার কাছে।
এদিন কলম্বিয়ার মাঠে খেলতে গিয়ে শুরুতে এগিয়ে ছিল ব্রাজিল। এস্তাদিও মেট্রোপলিটন রবার্তো স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে লিড এনে দেন উইলিয়ান। নেইমারের পাস থেকে কলম্বিয়ার জালে বল পাঠান এই চেলসি তারকা। জাতীয় দলের হয়ে উইলিয়ানের এটা অষ্টম গোল।
বিরতির পর সমতায় ফেরে কলম্বিয়া। চেনা মাঠে ম্যাচের ৫৭ মিনিটে সান্তিয়াগো আরিয়াসের হেড থেকে গোল করেন রাদামেল ফ্যালকাও। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু’দল।
এতে অবশ্য চিন্তার কোনো কারণ নেই নেইমারদের। কারণ রাশিয়া বিশ্বকাপের টিকিট আগেই কেটে রেখেছে ব্রাজিল। সবার আগে বিশ্বকাপে ওঠা ব্রাজিলের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৭। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কলম্বিয়া।
ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই আছে আর্জেন্টিনা। আর দিনের শেষ ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে উরুগুয়ে।
আজকের বাজার : এমএম / ৬ সেপ্টেম্বর ২০১৭