মালেশিয়ার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কুয়ালামপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'আইইউকেএল প্রিমিয়ার লীগ-২০১৮' এর শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির মাঠে টান টান উত্তেজনায় মধ্য দিয়ে শেষ হয় ফাইনাল ম্যাচ। এতে ব্রাদারস ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জেতে গ্রীণ ওয়ারিওরস।
খেলায় অংশগ্রহণ করে মায়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত শিক্ষার্থীদের ৪টি দল। দল ৪টি হলো-ক্রিকেট গুরু, কুয়ালা লামপুর নাইট রাইডার্স, গ্রীণ ওয়ারিওরস এবং ব্রাদার্স উনাইটেড। দলগুলোর মালিক যথাক্রমে মালিক মাহাদি হাসান, ইঞ্জিয়ার কবির সরকার, মোঃ বাশির এবং সম্পদ হোসাইন ।
প্রতিটি দলে ৯ জন করে সর্বমোট ৩৬ জন খেলোয়ার খেলায় অংশ নেয়।
গত ২২ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি শুরু হয় বিডিং সেশনের মাধ্যমে। বিডিং পোগ্রামটি পরিচালনা করেন টুর্নামেণ্ট এর পরিচালক এবং অরগানাইজিং কমিটি আইইউকেএলের সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র বোরহান উদ্দীন রাব্বানী।
খেলাটি সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেন ৪ দলের মালিকসহ দলগুলোর অধিনায়করা।
ফাইনাল ম্যাচটিতে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মাহাদি হাসান ও বোরহান। পরে তাদের দু'জনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে ডিনার পার্টির মাধ্যমে টুর্নামেন্টটির কার্যক্রম শেষ হয়।
আয়োজকদের একজন পিএইচডি গবেষক মাহাদি হাসান বলেন, 'বিদেশের মাটিতে বাংলাদেশের ব্র্যান্ডিং এ নিয়োজিত রয়েছে সকল শিক্ষার্থীরা। নিজের পতাকার ব্রান্ডিং করছে সবাই। এটা অত্যন্ত ভালো লাগার। আগামীতে এমন আরও আয়োজন হবে।'
আরআইএস/রাসেল