টিআইএন নম্বরসহ বিভিন্ন তথ্য হালনাগাদ করার আহ্বান ইউসিবির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের টিআইএন নম্বরসহ ব্যাংক একাউন্ট, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা হালনাগাদ করতে আহ্বান করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের ব্যাংক একাউন্ট, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল নম্বর এবং ১২ ডিজিটের টিআইএন নম্বর রেকর্ড ডেটের আগেই হালনাগাদ করতে হবে।

যেসব বিনিয়োগকারীরা টিআইএন নম্বর হালনাগাদ করবে না, তাদের লভ্যাংশে কর ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ করে কাটা হবে।

আরএম/