ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় যে সব ভাসমান দোকান রয়েছে তা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার ১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এ সব দোকান বন্ধের নির্দেশ দেয়। মঙ্গলবার সকাল থেকে ভাসমান দোকানগুলো খুলতে দেওয়া হয়নি।
দোকান বন্ধের ব্যাখ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, শুধু টিএসসির চায়ের দোকানের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা নেই। ভাসমান দোকানগুলোতে নিম্নমানের চা ও খাবার পরিবেশন করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এগুলো নিরাপত্তা ও জনস্বার্থের বিরোধী।
টিএসসি এলাকার একাধিক চা বিক্রেতা জানান, গত রাতে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা তাদের চায়ের দোকান খুলতে নিষেধ করে। আজ সকালেও দোকান খুলতে এলে বাধা দেওয়া হয়।
এর আগে গত ১৭ অক্টোবর টিএসসির পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাত আটটার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে তীব্র সমালোচনার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে নির্দেশ প্রত্যাহার করে।
আজকের বাজার : আরএম/এলকে ২ জানুয়ারি ২০১৮