মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্ম টিকটকের চাইনিজ মূল কোম্পানির সঙ্গে লেনদেন নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশে বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন। স্বাক্ষরের ৪৫ দিন পর থেকে এই আদেশ কার্যকর হবে। খবর এএফপি’র।
আদেশে বলা হয়, ‘আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে টিকটকের মালিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।’
এই আদেশ অনুযায়ী, স্বাক্ষরের ৪৫ দিন পর থেকে বিটড্যান্স লিমিটেডের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আওতাভুক্ত যে কোন ব্যক্তির যেকোন ধরণের লেনদেনের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।’