টিকটক-উইচ্যাটসহ ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করলো ভারত। ভারতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি ঝুঁকি বিবেচনায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত, এক বিবৃতিতে জানিয়েছে দেশটির তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়। বলা হয় দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল অ্যাপগুলো।
ভারতে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ভীষণ জনপ্রিয়তা রয়েছে, এসব ভিডিও শেয়ারিং এবং ম্যাসেজিং অ্যাপের। তালিকায় আরও রয়েছে মাইক্রো-ব্লগিং সাইট উইবো, ক্ল্যাশ অব কিংস গেম, অনলাইন মার্কেটপ্লেস আলিবাবা’র ইউসি ব্রাউজার, ই-কমার্সভিত্তিক ক্লাব ফ্যাক্টরি, শেইন ইত্যাদি। অ্যাপগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তে তথ্য হাতিয়ে নেয়ার প্রচুর অভিযোগ আসছিল বলে দাবি কর্তৃপক্ষের।
বেইজিংভিত্তিক টিকটকের সবচেয়ে বড় বাজার ভারতে অ্যাপটি ব্যবহার করে প্রায় ১২ কোটি মানুষ। সম্প্রতি লাদাখ সীমান্তে সহিংসতায় চরমে ওঠে চীন-ভারত উত্তেজনা।