অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা মোবাইল অ্যাপ টিকটক নিয়ে তদন্তে নামছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা। টিকটকের স্বত্বাধিকারী বেইজিং বাইটড্যান্স টেকনোলোজি কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন মিউজিক্যাল.এলওয়াই থেকে অস্বাভাবিকভাবে আয়কৃত ১ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে এই তদন্ত।
যুক্তরাষ্ট্রের আইন প্রনেতারা তাদের রাজনৈতিক স্পর্শকাতর তথ্য এবং গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য জমা রাখার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও ঘটনাটি ২ বছর পূর্বের, যখন মিউজিক্যাল.এলওয়াই ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করে সাড়া ফেলে দিয়েছিলো। এবার এটি নিয়ে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে চাইনিজ এই কোম্পানীটিকে। সূত্র বলছে জাতীয় নিরাপত্তা সংস্থার নিকট তদন্তের জন্য সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের কমিটি অন ফরেইন ইনভেস্টমেন্ট।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপ্লিকেশন খুবই জনপ্রিয়। কোম্পানীটির এই বছরের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ২৬.৫ মিলিয়ন টিকটক ব্যাবহারকারীর মধ্যে প্রায় ৬০% ই ১৬-২৪ বছর বয়সের তরুন।
আজকের বাজার/লুৎফর রহমান