ফের টিকটকের নেশায় বুঁদ, বেঘোরে প্রাণ হারালো এক যুবক। টিকটাক ভিডিয়ো তৈরি করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মালদা জেলার পুকুরিয়া থানার পীরগাই এলাকার ঘটনা।
মৃতের নাম কারিম শেখ। মঙ্গলবার দুই বন্ধু জাকির শেখ ও আবদুল শেখের সঙ্গে টিকটাক ভিডিয়ো তৈরি করতে বেরোয়। ভিডিয়োর চাহিদা অনুযায়ী কারিম শেখের হাত পা ইলেকট্রিক পোলে বেঁধে ক্যারিব্যাগের মধ্যে মাথা ঢুকিয়ে দেওয়া হয়।
এই দৃশ্য তাঁর দুই বন্ধু স্যুট করতে থাকে। অভিযোগ, কিছুক্ষণ পর অচৈতন্য হয়ে পড়ে কারিম। তা দেখে কারিমের দুই বন্ধু পালিয়ে যায়। এরপর গ্রামবাসীরা কারিমকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
আজকের বাজার/লুৎফর রহমান