মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়ে সুস্থ এবং ভালো আছেন বলে জানালেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগে মামলা শুনানির এক পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আমরা গতকাল টিকা নিয়েছি। আমরা ভাল আছি। আজ বিচারকাজ পরিচালনা করছি। আপনারাও টিকা নিয়ে নিন। এসময় এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আমরা আগামীকাল টিকা নিব।
এসময় প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকেও টিকা নেয়ার কথা বলেন।
গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে সস্ত্রীক কোভিড-১৯ টিকা নেন প্রধান বিচারপতি।
এছাড়াও গতকল সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ৫৫ জন বিচারপতি টিকা নেন বলে জানান সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর গতকাল থেকে দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়।