‘টিকা বাধ্যতামূলক করার বিষয়ে চিন্তাভাবনার সময় এসেছে’

করোনা প্রতিরোধে টিকা বাধ্যতামূলক করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের চিন্তাভাবনা করার সময় এসেছে।
ইউরোপীয় কমিশন প্রধান উরসালা ভন দার লিয়েন বুধবার এ কথা বলেন। এ সময়ে তিনি সদস্যভুক্ত রাষ্ট্রের সরকারগুলোর প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি মনে করি এটি এখন বোধগম্য এবং এ বিষয়ে আলোচনার এখনই উপযুক্ত সময়।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমরা কিভাবে টিকা বাধ্যতামূলকের বিষয়ে উৎসাহিত এবং চিন্তাাভাবনা করতে পারি এ বিষয়ে আলোচনা প্রয়োজন। প্রয়োজন অভিন্ন উপায় গ্রহণ।