টিকিট কালোবাজারির অভিযোগে ৪ জনকে দণ্ড

রাজশাহীতে ঈদের ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ৪ জনকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, হাফিজ ও কাউসার। অন্য দুইজরেন পরিচয় পাওয়া যায়নি।

রোববার (১০ জুন) সকালে অভিযানে চালিয়ে তাদের আটকের পর এই দণ্ড দেয়  ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা জানান, স্টেশনের ৫ নম্বর কাউন্টারের টিকেট প্রদানকারীর সহায়তায় হাফিজ ও কাউসার নামে দুই যুবক দীর্ঘদিন ধরে কালোবাজারি করে আসছিলো। অভিযান চালানোর সময় তাদের হাতেনাতে ধরা হয়।

পরে তাদের কাছ থেকে ১৯ জুনের পদ্মা ও ধূমকেতুর শীতাতপ নিয়ন্ত্রিত আসনের একাধিক ফিরতি টিকিট জব্দ করা হয়।

আদালতের সদস্যরা জানায়, টিকিট প্রদানকারীকেও শাস্তির আওতায় আনা হবে।

রাসেল/